।। রোমাঞ্চ।।
✍️অরুণ কুমার সরকার✍️
এই যে, এতসব রোমাঞ্চ দেখ তোমরা
পথেঘাটে, হাটে বাজারে, মাঠেঘাটে কিংবা ধর
মেট্রো স্টেশনে
কখনও কি সেসব ঘষে দেখেছ কষ্টিপাথরে?
ওসব বখামি আর ন্যাকামি।
রোমাঞ্চ তো করেছে সেই লায়লা-মজনু কিংবা
কেষ্ট-রাধে
অথচ, সেইসব ছুতো দিয়ে
লজ্জার মাথা খায় পরিণত অপরিণত বয়স
দীর্ঘ সময় ধরে গাছ কিংবা লক্ষ চোখের ছায়ায় কেমন নষ্ট করে বাতাস।
ওদিকে শুকনো মাংসের শরীর চিহ্নে
যারা দু’হাতে জড়িয়ে ধরে আছে ফুটো থালা
তারাও বুঝি কেষ্ট-রাধে?
তারাও বুঝি ফুটপাতে বসে রোমাঞ্চ করে?
https://www.patrika.kabyapot.com