Spread the love

রেখো সব অনুভবে……..
___________________
প্রবীর কুমার গুহ

“””””””””””””””””””””
আমি ফাগুন বাতাসে ভেসে থাকি,
সতেজ হৃদয় মাঝে যুগে যুগে উচ্ছল ভালবাসা আঁকি ;

আমাকে ডাকিছো বন্ধু,খুঁজিছো
নিরলস স্থানে স্থানে___
চাও বুঝি অন্তরে প্রাণে !

যে চাও,না জানি কেন চাও,
এ আমার অযাচিত আবেগের সম্মান ;
সে হৃদয়ের পানে,মন কভু টানে,আমি যৌবন
কখনো ধূলি ঝড়,তখনই উদ্দাম আমার প্রাণবন্ত গান ।

দ্যাখো,
আকাশ যেমন তাঁকে জানি,আসলে সীমাহীন শুন্য সে___
নাহি তাঁর তল,
তবু সবার সব রঙ্গে,গোপন অনুভবে,
সে সবার স্বপনে সদাই জাগিছে ;
ধরে নাও,
আমি তেমনই অর্থহীন আকাশ ।

আমি অচেনা ধূমকেতু,দূরতম ব্যবধানে, কেবলই যার নিঃস্ব জীবন অবহেলে অমোঘ অভিকর্ষ শাসনে অবিরাম চলিছে ।

আসলে,
আমি থাকি প্রদীপের আলোর নীচে,
ধূসর ছায়াময় নিতান্ত সাধারণ অবয়বে,ধূলাকীর্ণ,নিস্তেজ সবহারাদের পিছে ।

এত মায়াময় আলোর জগৎ ছেড়ে কে
নামিবে এত তৃণ নীচে___
কে ভুলে আমায় আপ্রাণ ডাকিছে !
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *