(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একান্তে
🌱 🌱 🌱
অপূর্ণতায় ভরে খাতা
বলার ভাষা হারাই যেথা
তবুও মোরা স্বপন গড়ি
কাঁধে কাঁধ দিয়েই লড়ি।
তবুও যে তারই মাঝে
মনটা যে মনই খোঁজে।
লড়াইয়ের একি বাহার
দেখা নাই শরমের ভার।
যেতে হবে লড়াই করে
ভিখারী শুধুই মরে।
জাত-পাতের সমাহারে
অনাহার লড়াই ধরে।
তবুও কি আছে বিবেক?
চেতনের জলসা ঘরে।
খালি পেটের অলস দুপুর
বয়ে যায় দূর বহদূর।
বিদীর্ণ এই সমাজটাকে
খেলছে শুধু ন্যাংটা লোকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});