“নৌতন গতি”
রামপ্রসাদ বর্মণ।
ঘরে বসে আছি দিনে রাতে
অনবরত জমে গেছে প্রেম;
জুটেছে মধুর মধু কণা
ভালোবাসে গৃহের আবরণে
অনেক সময় দিয়েছে এনে
কর্ম ব্যস্ত এই প্রথম জীবনে।
নতুন নতুন ইতিহাসের পাতা
হতে চলেছে নূতন দিনে;
স্তব্ধ করেছে সব
গতি বদলে যাবে পুরাতনের
আকাশে বাতাসে ধ্বনিত হবে
হাহাকারের প্রতিধ্বনি
ছুটছে সবে নিম্ন মুখে
ছেড়ে উর্দ্ধ গতি।
আমিও মিলে যেতে পরস্পরে
হাত ধরেছি সরবরে
ধরে হাতের মুষ্টির পরে
মৃত্যুর সামনে লড়াই করে
নৌতন গতি পাব বলে।।
-স মা প্ত-