Spread the love
চিটিংবাজ
**********
            (হাসির অণুগল্প😅)
রাজকুমার সরকার/ঝাড়খন্ড
—————————————-
সন্তোষ হালদার একটি চিটিংবাজ লোক।ধড়িবাজ।মিথ্যা কথা বলে। যাকে বলে ঢপবাজ। সন্তোষবাবু’কে কেউ প্রথমে বুঝতে পারে না সহজে ও অনেকটা সফল অভিনেতা গোছের…..
সকাল থেকে শুধু মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলেই শয়ণে যায়।
      প্রেসের ধান্দা।ধান্দা ঠিক নয় ধাপ্পাবাজিই বলবো। দুটো বই করতে দিয়েছি।অনেকদিন হোলো।কিছু খবর নেই…..       
যখনই ফোন করি না কেন তখনই বলে- দাদা আমি হাসপাতালে।সাধারন বেডে নয় একেবারে আই. সি. ইউ. তে….
বলার রাস্তা বন্ধ।শরীর খারাপের খবরে কেউ বিরক্ত করে না।উচিৎ’ও নয়। ও জানে এবং বুঝে গেছে হাসপাতালের নাম করলে আর মানুষ কিছু বলবে না বা বলতে পারবে না।
একবার দুইবার তিনবার বাহানা ঐ হাসপাতাল।
        একদিন ফোন করলাম ও ঠিকমত তাড়াহুড়োতে কথাগুলো গুছিয়ে বলতে পারলো না;বলে ফেললো- দাদা আমি আই. সি. ইউ. তে আজ সকাল দশটায় মারা গেছি…..
এই রে…
 এবার তাহলে শ্মশানে যেতে হবে।বই নিতে নয়; মানবিকতার খাতিরে……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *