**১৩) রথের মেলা
-শ্যামল মণ্ডল
***********
পরপারে যেতে হলে
লাগে পারের কড়ি,
সেই কড়িকেই করে জমা
টেনে রথের দড়ি।
রথের মেলায় সেজে আছে
জগন্নাথের গাড়ি,
সেই গাড়িতে তিনজনেতে
যাবে মাসির বাড়ি।
সবাই চলো কাজ ফেলে আজ
দেখতে রথের মেলা
আজ হয়ে যাও জগন্নাথের
একনিষ্ঠ চেলা।
মেলায় খাবে গরম গরম
পাঁপড়, তিলের খাজা,
মণ্ডা-মিঠাই, চপ, বেগুনি
গরম-গরম ভাজা।
রঙ-বেরঙের খেলনা পাবে ,
তালের পাতার পাখা,
কানের দুল আর কাঁচের চুড়ি
মায়ের সিঁদুর শাঁখা।
জলে কাদায় মাখামাখি
হোক না গড়াগড়ি
সব পাওয়া যায় রথের মেলায়
টানলে রথের দড়ি।