শিরোনাম- রক্তে রাঙ্গানো একুশে
কলমে : মনোজ কুমার রায়
এখনও গা শিউরে উঠে, একুশে ফেব্রুয়ারির এই রক্ত স্নাত দিনটির কথা মনে হলে শরীরের ধমনীতে রক্তপ্রবাহ হিম হয়ে পড়ে।
পাক বাহিনীর বুলেটের আঘাতে ঝাঁঝরা করে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আন্দোলনে কেড়ে নিয়েছিল অজস্র প্রাণ যা ইতিহাস গড়ে ।
মায়ের ভাষা বলছি সদা এতে নেই কোন দ্বিধা?
যাদের আত্মত্যাগে দেশের মাতৃভাষার গৌরব অক্ষুন্ন তাদের স্মৃতি রোমন্থনে শ্রদ্ধার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে।
রক্তে রাঙানো একুশ আজ ও পথ চেয়ে আছে
মাতৃভাষার শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে ।একগুচ্ছ কার্যসূচী নিয়ে এগিয়ে চলে প্রভাত ফেরী এবং পথ নাটিকায় যৌথ দ্বার খুলে হারানো অনেক দৃশ্য ফের প্রাণবন্ত হয়ে অবশ্যই ভাষা প্রেমীদের হৃদয় জুড়ে।
এপারবাংলা, অপার বাংলা, সুরমা,বরাক উপত্যকা বাংলা ভাষী মানুষের মনে আজ ও একুশের ফেব্রুয়ারি, উনিশের জুলাই, একুশে জুলাই দিনগুলোর কথা হৃদয় মনে গেঁথে আছে।
মোদের প্রাণ মোদের ভাষা, আহ্ মরি বাংলা ভাষা।
তোমোদের ভুলিব না কভু, চিরদিন বেঁচে থাকবে
মাতৃভাষার সুরে প্রতিটি শিশুর অবুঝ মনে।
লাল সবুজের বিজয়পতাকা পতপত করে দেখে মনে ভাবি শহীদদের বলিদানে সমস্ত বাংলাভাষী প্রাণবন্ত হয়ে শ্রদ্ধার সঙ্গে ওদের স্মরণ করে।