রক্তে ভেজা মাটি
অশোক কুমার আচার্য্য
স্বাধীনতার জন্য লড়াই নয়
গন অভ্যুত্থান নয়
যুদ্ধ মহাযুদ্ধ নয়
বিশ্ব যুদ্ধের রণাঙ্গন নয়
তবুও মায়ের কোল খালি হয়
স্ত্রীর সিঁথিতে শূন্যতার হাহাকার।
গনতন্ত্র রক্ষা নয়
গনতন্ত্রকে লুটে নেওয়ার জন্য
উঠে পড়ে লেগেছে দেশের
সমস্ত রাজনৈতিক দল।
অশালীন ভাষায় গরম বক্তব্য
সাধারণ মানুষকে উত্তেজিত করে,
দাঙ্গা বাঁধে বোমাবাজি চলে।
চারিদিকে শূন্যতার ভাষা
ডানা ঝাপটায় ছটপট করে,
টকটকে লাল থেকে কালো হয়
রক্তে ভেজা মাটি।