কবি পরিচিতি :-
নাম :- তারেক আল মুনতাছির
পড়াশোনা:- একাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগ
কলেজ :- ওমরগণি এম.ই.এস কলেজ চট্টগ্রাম
জেলা:- বান্দরবান,
উপজেলা:- নাইক্ষ্যংছড়ি
বিশেষদ্রষ্টব্য:- সাহিত্য অাড্ডার একজন সদস্য
————————————–
কবিতা – যুগযন্ত্রণা
কবি – তারেক আল মুনতাছির
কোথাও আজ মানবতা নেই
দানবের জয়জয়কার,
বিপদের মাঝে আর্তের ত্রাণ
লুটে কারা বারেবার।
পাপাচারে লিপ্ত মানুষ
বিবেকহীন প্রাণে মরা,
মহামারিতে করছে চুরি
লোভ-লালসাতে ভরা।
আত্মপ্রচারে ব্যস্ত নেতা
দাতার উৎসবে মাতে,
দম্ভের অসুখ খুঁজে বেড়ায়
খুদখানি দিয়ে হাতে।
সাক্ষী হাজার প্রচার প্রসার
পেপার চ্যানেল সজ্জিত,
রঙ্গমঞ্চ দেখে সেবার
খোদ বিধাতাও লজ্জিত।
মুক্তচিন্তার পচন যেথায়
জানিয়ে কীলাভ ধিক্কার,
নির্বোধ জাতি মুক্তির সাথি
বেহুদাই করে চিৎকার।
আশার আলো দেখছিনাতো
ভয়ানক অকাল গ্রাসে,
দিবালোকে স্বপ্ন দেখা
বিপদ ঘনিয়ে আসে।
—————————–