:::::::যাকে ভালোবাসি:::::::
—- —-হীরামন রায়——-
তোমার শাড়ির ভাঁজ গুলোর দিকে
বার বার চোখ ফেলি,
দেখি ঠিকঠাক পরিপাটি আছে কি না।
তোমার কোঁকড়ানো চুলের দিকে তাকিয়ে
প্রতিমার আবক্ষ্য মুর্তি কে মেলায়।
তুমি তো মানষ পটে জীবন্ত প্রতিমা।
গোলাপ হাতে তোমার সমুখে এলেই মনে হয়
দেবী পদে অঞ্জলী দিতে এসেছি,
ভালোবাসার কথা বলবো ভুলে যায়।
তাই তো মনের অন্দরে তোমাকে রাখতে চায়,
কেউ যেন ছুঁতে না পারে।।।