মেঘ-ঝর-বৃষ্টি
কলমে– বিমান প্রামানিক
একদিন ঝর থেমে যাবে
কাটবে সেদিন মেঘ,
চারিদিকে আলোর দিশা
সবার মনে এই আবেগ।
সময় যতই এগিয়ে চলে
আকাশের মুখ ভার,
স্বপ্ন যতই ভাসে চোখে
আলোর দিশা চোখে সবার।
সুখ সাগরে ডুববো সেদিন
ঘুচবে যেদিন লাজ,
কাল বোশেখীর দাপটে
খুলবে যখন পর্দার ভাঁজ।
নীল দিগন্তে উঠবে রবি
শুধু সময়ের অবকাশ,
চাতক ওড়া বন্ধ হবে
বৃষ্টিহীন যে আকাশ।
বৃক্ষ রোপণে মালিকানা নেই
ভুমি যার গাছ তার,
বৃক্ষ ফল ভাগাভাগি করে
শেষে বৃক্ষটি রে অস্বীকার?