” মেঘের আড়ালে “
শোভা মন্ডল।
************
গ্রীষ্মের রোদ্দুর পোড়ায় যখন , আষাঢ় এ মেঘের ডাকে নেচে ওঠে মন ,
ময়ূরী নৃত্যে ভিজি বৃষ্টি ধারায়
মেঘ দেখে কেউ পেয়ো না ভয়।
নীল আকাশের তলে মেঘেদের বাড়িঘর, কুচবরণ কন্যা তাদের ,মেঘবরন চুল,
খোপা টা খুলবে যখন , ভাসাবে দুকুল ।
ভেসে যাবে নালা নর্দমা
বছর ভর যত ছিল জমা ,
নিশ্চিন্ত মনে এবার কাউন্সিলর ঘুমাবে কটা দিন,
কলোনির ঘর দুয়ার জলের তলায় হবে লীন ।
মেঘের আড়ালে সূর্য হাসে,
কলেজ স্ট্রিটে নৌকা ভাসে ,। দালান কোঠা ও জলে ডুবে থৈ থৈ,
সূর্য হেসে বলে, বল তো আমি কই ?
আবার আমি আসবো ফিরে কদিন পরে ,
তবে আজ নয় , মেঘ দেখে কেউ করোনা ভয় ।
প্রবল বৃষ্টি ধারায় , গঙ্গার পারে যত মানুষের ঘর — ঝুপ ঝাঁপ করে পড়বে ঝরে , ভেসে যাবে গঙ্গায় ,
তবু ও টলবে না কারো গদি ,
বিপন্ন মানুষের কান্নায় ।
নেতাদের ঘরে ঢুকবে না এসবের কোন ঢেউ ,
অযথা মেঘ দেখে ভয় করোনা কেউ ।
খেটে খাওয়া মানুষের পাতে পড়বে না ভাত ,
থাকবে না মাথার উপর ত্রিপল ,
খোলা রাস্তায় কেটে যাবে নির্ঘুম রাত ।
বড় বড় মাথাদের কানে ঢুকবেনা জল ,
যতই নামুক বড় ঢল —
ঢুকবে যাদের ঘরে , তাদের কি হবে ,
ছোট – বড়র এই ভেদাভেদ
আর কতকাল রবে ?