শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের ভাবনা :
আমাদের ভাবনার উন্নতিসাধনে নিরন্তর প্রয়াস করে চলেছি। তার প্রমাণ আমাদের কর্মকাণ্ডে বিদ্যমান। মুদ্রিত কাব্যপট পত্রিকা প্রথম সংখ্যা প্রকাশে ২৫০ টাকা, দ্বিতীয় সংখ্যা প্রকাশে ২০০ টাকা, তৃতীয় সংখ্যা প্রকাশে ১৫০ টাকা(বইমেলা সংখ্যা – এখনও প্রকাশ করা সম্ভব হয়নি) , চতুর্থ সংখ্যা – ৬০ টাকা (শারদীয়া সংখ্যা ১৪২৮), এপর্যন্ত্য কোন বিজ্ঞাপন ছিল না। যিনি বলেছেন আর্থিকভাবে দুর্বল , অসুস্থতা এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয়েছে বলে আমার মনে নেই। টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও টাকা দেননি উপরন্তু অপমান করেছেন তাঁদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামান্য কিছু সহায়তার দান এবং নিজের আর্থিক মদতে এতদিন যেমন চালিয়ে এসেছি, আশা করি আগামীতেও অসুবিধা হবে না।
আগামী শারদীয়া সংখ্যা ১৪২৯ এর জন্য কোন টাকা নেওয়া হবে না। কোন বিজ্ঞাপন পাওয়া গেলে অবশ্যই লেখক সৌজন্য কপি দেওয়া হবে। আমরাও চাই লেখকের প্রতি সৌজন্য কপি দিয়ে সম্মান জানাতে। শারদীয়া সংখ্যা ১৪২৯ এর জন্য লেখা নেওয়া সম্পন্ন হয়েছে। এবার চলছে বাছাই পর্ব। নতুন নতুন কবি সাহিত্যিক উঠে আসুক বাংলার বুক থেকে সেটাই আমাদের লক্ষ্য। পুরনো এবং বিখ্যাতগণের জন্য অনেক নামজাদা পত্রিকা রয়েছে। আমরা রয়েছি নতুনের সন্ধানে। আশাকরি সফলতা একদিন আসবেই।
।
বি:দ্র: অপ্রকাশিত বইমেলা সংখ্যা অবশ্যই প্রকাশিত হবে আগামীতে । হোঁচট খেলেও এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা থাকবোই
- শ্যামল মণ্ডল
সম্পাদক – কাব্যপট পত্রিকা