মুখে মাখার ক্রিম সম্পর্কে আলোচনা !
(প্রথম পর্ব)
~ রাজা দেবরায়
বাজারে মুখে মাখার অনেক ধরণের ক্রিম পাওয়া যায় – সাধারণ ক্রিম, কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, ভিটামিনযুক্ত বা ভেষজযুক্ত ক্রিম ইত্যাদি ।
এখন প্রশ্ন হলো এইসব মুখে মাখার ক্রিমগুলোতে কী থাকে ?
সাধারণভাবে ভ্যানিশিং ক্রিম ছাড়া অন্য ক্রিমগুলোতে থাকে মূলত –
১) কোন ধরনের তেল – ভেষজ তেল বা কোন মিনারেল তেল হতে পারে । তবে মিনারেল তেলগুলো অপেক্ষাকৃত সস্তা বলে সাধারণত এগুলোই ব্যবহার করে থাকে ।
২) এছাড়া থাকে কোন এক ধরনের চর্বি – প্যারাফিন বা ল্যানোলিন হতে পারে বা অন্য কোন চর্বিও হতে পারে ।
৩) আর থাকে মোম জাতীয় পদার্থ যেমন মৌচাকের মোম ।
এগুলো মেশানো থাকে জলের দ্রবণে । সাধারণভাবে জলে তো তেল বা চর্বি মেশে না, তাই এগুলোকে জলে মেশানোর জন্য ব্যবহার করা হয় কোন এক ধরনের মিশ্রক । আর ক্রিমগুলোতে থাকে বিভিন্ন ধরনের সুগন্ধি পদার্থ ।
এগুলোর সঙ্গে ভ্যানিশিং ক্রিমগুলোর তফাৎ এখানেই যে, তেলের বদলে সেখানে থাকে গ্লিসারিন আর মোম জাতীয় পদার্থের বদলে সেখানে মেশানো হয় স্টিয়ারিক অ্যাসিড । আর এই যে ভ্যানিশিং ক্রিম মুখে মাখার পর মিলিয়ে যায়, তার কারণ হলো ভ্যানিশিং ক্রিমে ব্যবহৃত পদার্থগুলোর যে মিশ্রণ তৈরি হয় তা মুখে মাখার পর খুব পাতলা একটা আবরণ ফেলে চামড়ার ওপর । আর এর গলনাঙ্ক চামড়ার উত্তাপের থেকে বেশি, ফলে অন্যান্য ক্রিমের মতো এটা চটচটে হয় না । কিন্তু মুখটাতে একটু হালকা আভা এনে দেয়, যার ফলে এর ওপর ফেস পাউডার ইত্যাদি লাগাতে সুবিধা হয় ।
আর ডিপ-ক্লিনজিং ক্রিমগুলোতে তেলটি অবশ্যই কোন মিনারেল তেল (পেট্রোলিয়াম থেকে তৈরি হয়) এবং তা যথেষ্ট পরিমাণে মেশানো থাকে । কোন একটা ক্রিম কতখানি নরম বা শক্ত হবে তা নির্ভর করে এই মিনারেল তেলের ওপরই ।
(চলবে)
https://www.patrika.kabyapot.com