মা কংসের কারাগার
*ডাঃ রঞ্জন মণ্ডল*
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
————————–
মতাদর্শের বেড়াজালের বাইরে একটা
প্রোজ্জ্বল সূর্য দেখতে চেয়েছিলাম।
দুরন্ত গতি আর তীব্র হুঙ্কারকে
ভেবেছিলাম নির্মম সত্যের প্রতীক।
গণতন্ত্রে পরীক্ষাই নিয়ম, এটাই সংসদীয় মান্যতা
২০১১ দ্বিধাহীন পরিবর্তন
কিন্তু আশাহত ১০ কোটি মানুষ
চারিদিকে হাতের পাঁচ খোয়ানোর গুঞ্জন
ততক্ষণে বিচারশক্তি কন্টকাবদ্ধ
অশুভ অগ্নিবলয়ে মনুষ্যত্ব ঝলসে যায়
লোলজিহ্বা প্রবহায় আসক্ত লালা
সমস্ত চেতনা জুড়ে কুবেরের শূন্য গহ্বর
সেই শূন্যগর্ভ ভরাতে লড়াই জনে জনে
এক অবাঞ্ছিত অপবিত্র মাতৃত্ব জন্ম দিল
লাখো লাখো ধনলোভী নির্লজ্জ কুবের
সু-চেতনা আর প্রতিবাদে ঝলসে ওঠে না
মনুষ্যত্ব-পোড়া গন্ধে দীর্ণ আকাশবাতাস—
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});