মানুষ চেনা বড় দায়
কলমে-জয়দেব সরদার
মুখে মধুর হাসি,
কাজ আদায়ে আমার সোন-মানা।
মিষ্টি বাক্য বলাই তার রুটিন,
মানুষ চেনা বড়ই কঠিন।
এমন ভাবে বলবে হেসে,
দিব্যি তুমি যাবে ফেঁসে।
মিষ্টি কথার সূক্ষ্ম প্যাঁচে,
ধরতে পারেনা যে, সে।
সরলতার নেবে সুযোগ,
সুস্থ্য মস্তিষ্কে করে নেবে কাজ।
কু-কর্মে পায় না সে লাজ।
এমন দুষ্টু মানুষের নেই অভাব আজ।
বুদ্ধি খাটিয়ে বলবে মুচকি হেসে,
আমি ঘুরেছি অনেক দেশে।
এই দাদার মতো মানুষ, হয় ন যে, সে,
অনেক কষ্টে মিলেছে অবশেষে।
মুখে মিষ্টি মৃদু হাসির ঝলকে,
সু-বুদ্ধি ও কু-বুদ্ধি মাথায় ঘোরে পলকে।
কার সাথে রাখবে দূরত্ব, কার সাথে করবে সখ্য,
বুদ্ধির খেলায় করবে মাত, সে অতি দক্ষ।
পুর্ব জন্মের পূণ্য ফলে,
ধন-দৌলত পেয়েছে ফাটকা কলে।
অনেক ভালো-মন্দ কর্ম করে মনের বলে,
স্বার্থ ছাড়া থাকেনা দলে।
দঃ২৪পরগনা, বারুইপুর।