মানবতা হারিয়ে যাচ্ছে
~অশোক কুমার আচার্য্য
মানবতা হারিয়ে যাচ্ছে সমাজ থেকে
শব্দটা বোধ হয় অভিধানে থেকে যাবে।
খুদে জীবরা গুগলে সার্চ করবে
শব্দটার প্রকৃত অর্থ জানতে।
মানবতা কখনো কি সমাজে ছিল?
মাঝে মাঝে মনে সন্দেহ জাগে,
ইতিহাসের পাতায় পাতায় দেখি
কেবল রক্তের ইতিহাস।
একবিংশ শতাব্দীতেও মানবাধিকার
কমিশন আছে, সংগঠন আছে।
তবুও শিশুশ্রম নারী নির্যাতন ধর্ষণ
দলিতদের উপর উৎপীড়ন কমছে না।
মানবতা হারিয়ে যায়নি সমাজ থেকে
মানবতা কোনদিন ছিলই না,
মানবতা শব্দটাই সঠিক নয় খটমটে
লোক দেখানো ব্রিফ কেসের মতো,
মানবতা কথাটা সম্পূর্ণ অর্থ হীন।