মাতৃ ভাষার জয়গান
কলমে-তাপসী প্রামাণিক
বাংলা ভাষার উচ্চারণে
মনে জাগে পুলক
বাংলা ভাষার বর্ণমালা
দেয় সত্যিই ঝলক।
বাংলা অক্ষর লেখনীতে
বাড়ে যেমন হস্ত
বাংলা ভাষায় পঠন পাঠন
জীবন গড়ে মস্ত।
বাংলা ভাষায় নাচ -গাও
আওড়াও যত বুলি
পুরস্কার আর সন্মাননায়
ভরবে সবার ঝুলি।
বাংলা ভাষায় শব্দ যাপন
করে যেই জন
ধনে মানে সমৃদ্ধিতে তিনি
ভাগ্যবান হন।
বাংলা ভাষা ছেড়ে তাই
বিদেশী পড়ে কেবা?
জীবনের আদি-অন্ত কর
মাতৃভাষার সেবা।
বাংলা ভাষা বড়ই মধুর
রেখো গো তার মান
দেশে বিদেশে সদাই গাও
মাতৃভাষার জয়গান।