🙏🙏 আজ ১২ ই জানুয়ারি , বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম দিবস।
স্বামীজির জন্মবার্ষিকীতে তাঁকে জানাই ভক্তিপূর্ণ বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম ।🌹🌹🙏🙏🌹🌹🙏🙏
🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹
কবিতা–মহান সন্ন্যাসী
কলমে–নীতা কবি
****************,
ভারত-মায়ের বীর সন্ন্যাসী, মহান ঋষি যে তুমি
তোমার চরণ-পরশে হয়েছে ধন্য ভারতভূমি
ছোট্ট নরেন বড় দুরন্ত, বড় যে দস্যি ছেলে
সকল ভয়কে জয় করে সে যে সব বাধা পায়ে ঠেলে।
ধন্য গো মাতা রত্নগর্ভা, রত্ন তোমার ছেলে
শত শত কোটি সন্তান মাঝে হয়তো একটি মেলে
ধর্মকে নিয়ে কাটাছেঁড়া আর শুধু হানাহানি চলে
দেখ রে, মানুষ ! ধর্মান্ধরা! ধার্মিক কাকে বলে!
দেশে দেশে গেলেন ধর্ম প্রচারে, করলেন বিশ্বজয়
তাঁরই চরণ-পাদপদ্মে সব পাপ হয় ক্ষয়।
আর্ত-দুখীর সেবা করলেন মনপ্রাণ এক করে
শিব জ্ঞানে পূজা করলেন জীবে অনন্ত ভক্তি-ভরে।
রামকৃষ্ণ হলেন গুরু, সারদামনি যে মাতা
নিবেদিতা হন মন্ত্র-শিষ্যা, কত ভাগ্যের কথা
ভারতের মহান সনাতন-ধর্ম বিশ্ব করল জয়
মানুষেরই মাঝে দেবতা বিরাজে, কিসের রক্তক্ষয়?