বেনজির সুলতানা(1998): বাংলা সাহিত্যের পথে পা বাড়ানো এক নতুন প্রতিভা। জন্ম পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। স্কুলের শিক্ষা লাভের পর সরকারী নার্সের ট্রেনিংগ করেন , সরকারি রেজিষ্টার্ড নার্স। ম্যাগাজিন ও ব্লগে লেখা প্রকাশ পেয়েছে। লেখালেখির পাশাপাশি আবৃত্তি ও ছবি আঁকতে পছন্দ করেন।
কবিতা : মরীচিকা
কলমে :
বেনজির সুলতানা
মরুদ্যানের মরীচিকার সাথে দেখা হলো সেদিন
কি নিষ্ঠুর বিবেকহীন সে
লবণের কেলাসের ঘরে নিজেকে বন্দি করে বেঁচে ফিরেছি সে যাত্রায়
বাস্তবতার গলা টিপে কল্পনার নদীতে ভাসিয়ে সে আনন্দের স্বাদ নেয়
লাল রঙের টিপে শ্যাওলার আস্তরণের ভিড়েও উঁকি মারার চেষ্টা বার বার
দিগন্তরেখার অদৃশ্য বাতাসে ভেসে আসে তার গন্ধ- রূপ-রঙ
বিদীর্ণ হৃদয়ের ভাঙা কলসির জলে রঙিন মাছ খেলা করে
মরীচিকার উজ্জ্বল আলো গায়ে লাগে না আর