রূপকথা
🌱🌱🌱
কবি মধুমিতা সিংহ
🌱🌱🌱🌱🌱🌱🌱
আনন্দ আজ হোক না সবার
রূপকথার এই গল্প শুনে
ব্যঙ্গ মা ব্যঙ্গ মী আজও
আছে মনের অন্তরালে।
ঘোড়ায় চড়ে রাজপুত্র
যাচ্ছে কোথায় অচিন পুরে
রাজকন্যা বসে আছে
লাজুক মুখে নত শিরে।
সাত সমুদ্র তেরো নদী
পার হবো ভাই সবাই মিলে
তেপান্তরে র মাঠ পেরিয়ে
সূর্য গেল অস্তাচলে।
সন্ধে নামে মাঠের পাড়ে
যেও না কেউ ওদিক পানে
নিঝুম রাতে হা রে রে রে
কাঁপছে সবাই মনে মনে।
মাছের মতো শরীর তোমার
কে গো তুমি মীন্ কুমারী
মত্সোকন্না নামটি তোমার
গল্প আছে ঝুড়ি ঝুড়ি।
বারো হাত কাঁকুরে র তেরো হাত বীচি
ঠাকুমার ঝুলি হাঁতড়ে
তবেই পেয়েছি।
ভূশণ্ডি র মাঠের পরে
ভূত পেত্নির বাস
শেওড়া গাছে আজও তারা
করে ফিস্ ফাস্।
রাক্ষস আর খোক্কশ রা
দাঁত খিঁচিয়ে হাসে
ভয় পেয়ো না খুকী তুমি
আছি তোমার পাশে
দাঁড়ি দিলাম এবার তবে কবিতার শেষে।
******************************
রূপকথার এই গল্প শুনে
ব্যঙ্গ মা ব্যঙ্গ মী আজও
আছে মনের অন্তরালে।
ঘোড়ায় চড়ে রাজপুত্র
যাচ্ছে কোথায় অচিন পুরে
রাজকন্যা বসে আছে
লাজুক মুখে নত শিরে।
সাত সমুদ্র তেরো নদী
পার হবো ভাই সবাই মিলে
তেপান্তরে র মাঠ পেরিয়ে
সূর্য গেল অস্তাচলে।
সন্ধে নামে মাঠের পাড়ে
যেও না কেউ ওদিক পানে
নিঝুম রাতে হা রে রে রে
কাঁপছে সবাই মনে মনে।
মাছের মতো শরীর তোমার
কে গো তুমি মীন্ কুমারী
মত্সোকন্না নামটি তোমার
গল্প আছে ঝুড়ি ঝুড়ি।
বারো হাত কাঁকুরে র তেরো হাত বীচি
ঠাকুমার ঝুলি হাঁতড়ে
তবেই পেয়েছি।
ভূশণ্ডি র মাঠের পরে
ভূত পেত্নির বাস
শেওড়া গাছে আজও তারা
করে ফিস্ ফাস্।
রাক্ষস আর খোক্কশ রা
দাঁত খিঁচিয়ে হাসে
ভয় পেয়ো না খুকী তুমি
আছি তোমার পাশে
দাঁড়ি দিলাম এবার তবে কবিতার শেষে।
******************************