1.”কমরেড “
তুমি বিপ্লবী, তুমি বজ্র
তুমি শাণিত ছুরির ধার ।
তুমি অগণিত অশ্রু রোষানলে বাঁধা
যুদ্ধ করেছ পার।
তুমি শক্তি, তুমি মুক্তি
তুমি কামাণে রাখিছ ঢাল,
তুমি যোদ্ধা, তুমি বীর
তুমি হানিয়েছ মহাকাল।
তুমি এক ,তুমি একশো
তুমি রক্ত করেছ পান।
তুমি যন্ত্র, তুমি যন্ত্রী
কত জীবন করেছ দান।
তুমি বাজ, তুমি চিতা
তুমি শাণিত ছুরির ধার ।
তুমি বিপ্লবী, তুমি কমরেড
তবে তুলে নাও হাতিয়ার।
2.”বোবা কথা “
ধবধবে রাজপ্রাসাদটা
ঘনঘোর নিশায় আচ্ছন্ন,
বড়ো বড়ো কাগজের পিলারগুলো
পদলেহনে মত্ত হওয়ার অবস্থা …….
কাঁধ দুটো হালকা করে
চেয়ে থাকি……
প্রাসাদময় তিনটি রঙ
যেন বলছে…..
ধর্ম সকল কবরে যাক
কর্ম হোক সুধা,
মুক্ত করে আপন গ্লানি
প্লাবিত হোক বসুধা।
*******************
https://www.patrika.kabyapot.com