মানুষ🙏
✍️ভুবন বন্দোপাধ্যায়✍️
✍️ভুবন বন্দোপাধ্যায়✍️
ইংলিশ মিডিয়ামে
পড়া করে ছেলে,
বাংলাটা একেবারে
গিয়েছে সে ভুলে ।
বলে শুধু ইংরাজী
মুখে খই ফুটে,
প্রেম আর ভালবাসা
নেই কিছু মোটে ।
হল বড়ো অফিসার
সকলকে ফেলে,
বিয়ে করে বউ নিয়ে
গিয়েছে সে চলে ।
বাংলাটা অবহেলা
করা হল ভুল,
তাই আজ দুঃখের
নাই কোন কূল ।
সাত পাঁচ ভাবি আজ
ফিরে আসে হুঁশ,
হয়েছে সে মস্ত বড়ো
হয়নি মানুষ ।
_______