১) বুড়ি
ভুবন বন্দ্যোপাধ্যায়
আসছে ওই একটি বুড়ি
চাদর নিয়ে গায়,
ঠুক ঠুক ঠুক লাঠি ধরে
গুটি গুটি পায় ।
চুলগুলো তার পাকা সব
শুভ্র বসন পরে,
আনছে দেখি খাবার কত
নিজেই সঙ্গে করে ।
নলেন গুড় মুরকি মোয়া
খেজুর রস মিঠে,
কমলা লেবু তাজা আপেল
পায়েস আর পিঠে ।
পুতুল নাচ চড়ুইভাতি
যাত্রা নাটক গান,
আনছে বুড়ি বেজায় খুশি
উঠবে নেচে প্রাণ ।
__
২) ছেলেবেলা
ভুবন বন্দ্যোপাধ্যায়
আর ফিরে আসবে কি
সেই ছেলে বেলা !
সেই গ্রাম মেঠোপথ
আর পাঠশালা !
আম জাম গাছ আর
পাখি কলরব,
ধান খেত পদ্ম দীঘি
বন্ধু যত সব ।
খেলা ছিল ফুটবল
আর ডাংগুলি,
শীতে রস খেজুরের
আর পিঠেপুলি ।
মাঠেতে চড়ুইভাতি
মেলা নদী পারে,
বেচা কেনা কলরব
সারা দিন ধরে ।
যাত্রা ও পুতুল নাচ
রামায়ন গান ,
গরুগাড়ি কাঁচা বাড়ি
মাঠে পাকা ধান ।
মনে পড়ে যত কথা
তত ব্যথা পাই,
জানি ওই দিন আর
ফিরে পাবো নাই ।
_
৩) আজব
ভুবন বন্দ্যোপাধ্যায়
আম গাছে জাম ধরে
জাম গাছে বেল,
সরষেতে আটা হয়
গমে হয় তেল ।
পাখি সব সাঁতরায়
পুকুরের জলে,
মাছ দেখি রাস্তায়
বুকে হেঁটে চলে ।
বন থেকে জানোয়ার
আসে লোকালয়ে,
মানুষ যে দেখি সব
যায় বনে ভয়ে ।
শীত কালে ঘাম ঝরে
গ্রীষ্মে লাগে ঠাণ্ডা,
চোর সব খ্যাতিমান
সাধু পায় ডাণ্ডা ।
মানুষে মানুষ খায়
বাঘে খায় ফল,
কোথা আছে এই দেশ
ভেবে ভাই বল ।
_‘