Spread the love

ভুল করে ভুলে যেওনা

———————————–
ইব্রাহিম সেখ,রাজারামপুর, মুর্শিদাবাদ (পঃব)
***-
ভুল করে ভুলে যেওনা,
চলে যাবে যাও,যাবার কালে-
মিছে মায়া দিয়ে পিছু চেয়ো’না!
তোমার চরণ চিহ্নের পদধূলি
যতনে রাখব তুলি, হৃদয় কৌটোয়,
সে হবে শরতের রামধনু, বসন্তের গোধূলি।
সফেদ বলাকার পাখায় নামবে আঁধার
দিনমণি চলে যাবে সীমান্তের পারে,
ফুল ফুটেছিল কোন একদিন শুভক্ষণে
হয়তো পড়বে না মনে,ভুল করে মধুমাস
বেঁধেছিল ঘর,সে কথা পড়বে কি মনে!
অনন্ত বিশ্রামের ছায়া তলে যেতে হবে চলে
স্মৃতি- বিস্মৃতির কবরে কান পেতে শুনো–
কে যেন ডেকেছিল, ভালবেসেছিল,
বসেছিল তোমার পথ চেয়ে।
মনের আকাশে যখন উঠবে গো ঝড়–
বেদনার হাহাকারে,বৃষ্টির মত এসো ধেয়ে।
বিলুপ্ত হবে কামনার জলছবি, মুছে যাবে সবি–
কবিতার কথাগুলি,তবুও গাইবে বুলবুলি।
ঋতুচক্রে কত রঙ যাবে ভেসে,সূর্য উঠবে হেসে–
পুবের আকাশে,সুগন্ধি ছড়াবে বাতাসে,
বিরহের ছবি আঁকবে শিল্পীর তুলি!
দূরে থাক– সুখে থাক,আর কিছু চাইব’না,
বাতায়নে নির্জনে বসে একটু স্মরণে রেখো–
ভুল করে ভুলে যেওনা!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *