* ভাষা শহীদ *
কলমে:–কৃষ্ণপদ ঘোষ।
********************
বাংলা আমার মাতৃভাষা,
এই ভাষাতেই মিটিয়ে আশা,
গাইব প্রাণের গান।
এই ভাষারই অধিকারে,
দামাল ছেলে অকাতরে,
ঝরিয়ে দিল প্রাণ।।
দোষ ছিল কি তাদের ভাই,
বলতে আজ আর দ্বিধা নাই,
রাষ্ট্রভাষা বাংলা ভাষা চাই।
সেই দাবীতেই নাভিশ্বাস,
প্রশাসকের লাগল ত্রাস,
শহীদ ক’রে দিল তাদের তাই।।
দেখল সবাই নয়ন মেলে,
বাংলা মায়ের দামাল ছেলে,
ভাষার তরে করল জীবন দান।
আজকে আবার এই দিনে,
তাইতো আমি ক্ষুন্ন মনে,
বাংলা ভাষার করি জয়গান।।
এই ভাষাতেই জীবন প্রাতে,
শিখনু কথা মায়ের সাথে,
এই ভাষাতে তাইতো নাড়ীর টান।
এই ভাষাতে ভালোবাসা,
আমার সে যে প্রাণের ভাষা,
এই ভাষাতেই তৃপ্ত আমার প্রাণ।।
এই ভাষাতেই যতেক কথা,
মিটিয়ে দিয়ে মনের ব্যথা,
লিখছি আমি বাংলা কবিতা।
এই ভাষাতেই জীবন শেষে,
চাইব বিদায় হেসে হেসে,
নিভবে যখন জীবন সবিতা।।
––––––