ভারত রত্ন
ডঃ অরুণ চক্রবর্তী
গগন ছাইল মেঘ মন্দর আকাশে মহাকাশে,
নিরাশে, আশে, এসো আর্য, এসো বাণী,
এসো আজি ত্রাণে ও মন প্রানের বামন অবতার।
এসো রক্ষিতে মানবে, সৃষ্টি মাঝে, শূণ্য হতে,
ধ্বংস করিতে উন্মাদের আস্ফালন।
যবনে করিছে উৎপাত, অন্ধ জগতে কীট সম,
নিজ মানব জীবন কুসংস্কার,
ত্রিবেদ জানে না ওরা, জানে না চতুর্বেদ।
জান্নাত জান্নাত বলে পশু সম উদ্যত হয়
হত্যায় আপন স্বজনে!!
এসো এসো তরা যবণ উৎখা্তে
চিরশান্তিময় করিতে এ ধরা।
এসো হে, বীর আজি,
এসো ভারত রত্ন গোপাল মুখার্জি।।
(REGISTERED UNDER COPYRIGHT ACT, 1976.)