ভাগ্যের খেলা
কলমে:- দীনবন্ধু দাস
**********************
ভোর যে হলেই ছোটে কানু
গাঁয়ের পথটি ধরে,
খালি গায়ে গামছা গলায়
মুটেগিরির তরে ।
পাড়ার খুড়ো দেখে বলে
আস্তে যা রে কানু,
এখনো তো উঠেনি রে
ভালো করে ভানু ।
হোঁচট খেয়ে পা টা ভাঙলে
কেমন করে খাবি,
জানি না রে এই সমাজে
কারে পাশে পাবি ।
শুনে কানু বলে হেসে
কি যে বলো খুড়ো,
মা বোনেরই ভার নিয়েছি
হইনি যে গো বুড়ো।
হঠাৎ কানু লটারিতে
কোটি টাকা পেয়ে,
মনের যতো আনন্দেতে
উঠে গানটি গেয়ে ।
সরল কানু গাঁয়ের শেষে
বৃদ্ধাশ্রম যে করে,
দেখে সবাই কানুকে যে
জড়িয়ে গো ধরে ।।