গান
-ভয় নাই ভয় নাই ওরে ভয় নাই আছেন দয়াময়
–
আসরাফ আলী সেখ
///////////////////////////////
ভয় নাই ভয় নাই
ওরে ভয় নাই
আছেন দয়াময় ওরে ভয় নাই ,
আসুক যত দুঃখ যাতনা কেঁদে ভাসাবো না আর
তার তরীতে উঠবো বেয়ে পাবো যে উদ্ধার ,ওরে পাবো যে উদ্ধার,
আমার দয়াল দয়ার সাগর সেই দরিয়াতে ভাসাবো প্রান ,
দয়ার দানে অবিরত দাখিল হচ্ছে কত জান
আমার প্রভু মেহেরবান ওরে মেহেরবান ,
সৃষ্টি সুধার চন্দনেতে সাজিয়ে দিলো আমার প্রান
ওরে আমার প্রভু মেহেরবান, ওরে মেহেরবান,
সাক্ষী রইল আকাশ বাতাস মাটির গড়া আমার প্রান ,
তবুও সে যে চেয়ে থাকে দয়ার দৃষ্টি নয়নে ,
শয়নে স্বপনে ঘেরা সে যে থাকে চেয়ে যতনে ,তাই
ভয় নাই ভয় নাই ওরে ভয় নাই
আছেন দয়াময় ওরে আছেন দয়াময়,
আমরা কেবল আমল দেবো তার দয়ার দানে তে , ওরে তিনি দয়াময়
ঘটছে ঘটুক যা কিছু, অঘটন ঘটাবো না ,তার ঘটে যে দয়াভরা নিরাশ আমারা হবো না ওরে নিরাশ আমারা হবো না,
তার নিশানে নয়ন দিয়ে নয়ন বারি ঝরাও না
রাঙা রৌদ্দুর সকাল হবে রাঙা নয়ন থাকবে না ,
ওরে ভয় নাই ওরে ভয় নাই তাই ভয় নাই আছেন দয়াময় ।।