বোধ নেই তবু বোধের কবিতা
দুলাল প্রামানিক
সবকিছু হারিয়ে ফেলে আবার খুঁজি
শূন্য থেকে শুরু করে আবার শূন্যে ফিরি
কবিতা গান হতে হতে একসময় পাথর
কলজে ছেঁড়া আকাশ আমার বেদনাতে
চাদর মুড়ি কাঁপছি দিনরাত অস্পৃশ্যতায়
ভাবতে ভাবতে ভাবনা বাতাস গরম হলে
আমি একসময় বোধের বাইরে আমিতে
ঠিকানা নেই তবু চরাচরে কতকিছুই পাই
নাম না জানা আমার বোধের কবিতা
স্বপ্ন দুচোখে রঙের খেলায় মেতে সত্যি
আস্টেপিস্টে আমি আমাকে জড়িয়ে
বোধ নেই তবু বোধের কবিতা পড়ি
———————–: :————————-