বেঁচে থাক সম্প্রীতি
*কর্ণধর মণ্ডল*
জাত-ধর্মের ভাঙরে কারা,
যে যার ধর্ম বেঁচে থাকুক অন্তরে;
বিভেদ ভুলে সম্প্রীতির খেয়া
বাঁধরে নোঙর ভালোবাসার বন্দরে।
জাত বড় না মানুষ বড়?
থাকলে বিবেক বিচার কর!
রক্তের বর্ণ কখন হয় না ভিন্ন
পাত্রে ঢেলে পারলে দেখা কোনটা কার?
উঠলে চিতায় একমুঠো ছাই,
কবরে গেলে পোকা দেহে করবে বাস!
তবুও আমরা মানবসত্ত্বা দিয়ে বিসর্জন,
এক ভাই অন্য ভাইকে করতে চাইছি সর্বনাশ।
রক্ত যদি সবার এক!
তবে মানুষ কেন হয় না খাঁটি?
শব হলে দেহের বসন সাদা টুকরো কাপড়,
পরস্পরের ন্যায় অধিকার শুধুমাত্র সাড়ে তিন হাত মাটি।