বৃষ্টির মজা
-সৌমজিৎ চন্দ
*************
গ্রীষ্ম এসে চলে যায় সময়ের ফাঁকে ফাঁকে
ছিটে ফোঁটা বৃষ্টি পড়ে মেঘের ডাকে ডাকে
গরম থেকে স্বস্তি পেয়ে নিশ্বাস ফেলো ভাই
বাকি সব চিন্তা ছেড়ে মাত বৃষ্টির মজায়
ঘন কালো মেঘের নিচে করো মাতামাতি
মেঘের কথা মনে পড়লে বৃষ্টি হবে সাথী
শুষ্ক মাটি হয়ে উঠবে আবার তর তাজা
কাদায় নামলে বুঝতে পারবে খেলার কত মজা
খেলায় খেলায় ভুলে যাবে কখন দিন যে শেষ
রাত্রে খিচুড়ি ও ডিম ভাজার আলাদারকমই টেস্ট
নতুন দিনে নতুন রূপে তৈরি হও আবার
আষাঢ় মাসে এরকম করেই মজা করো প্রতিবার
============================
লেখক পরিচিতি :
নাম : সৌমজিৎ চন্দ
পিতা : সুরজিৎ চন্দ
মাতা : মৌসুমী চন্দ
বাসস্থানঃ—-
কল্যান, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।
শখের পেশা : কবিতা লেখা ও আকা
পড়াশোনা : বেদীভবন রবিতীর্থ বিদ্যালয় (নবম শ্রেণি)