বৃষ্টিদিনের ছড়া
*************
শংকর দেবনাথ
****************
আষাঢ় মাসের বেলা,
বেগ-আবেগে মেঘ ও রোদের লুকোচুরির খেলা।
ভিজতে হবে সৃষ্টিছাড়া বৃষ্টি নেমে এলে,
ফিরছি বাড়ি তাড়াতাড়ি দুইপা-ডানা মেলে।
ভয়রা বেড়ায় ভেসে,
ভিজলে পরে সর্দি-জ্বরে ধরতে পারে ঠেসে।
বুকের ভিতর জমিয়ে রাখা সুখের ইতর ধারা,
ফাঁক পেয়ে দুই নাক বেয়ে হায় বেরোয় যদি তারা!
নেই মাথাতে ছাতা,
হাঁটছি জোরে – ভাবছি ঘোরে ভেজার ভয়ে যা তা।
হঠাৎ আসে বৃষ্টি- ত্রাসে একছুটে যাই বাড়ি,
বড্ড বাঁচা বেঁচেই গেছি- হেঁচেই তো হাঁপ ছাড়ি।
আয়েস করে বসি,
নিজল মাথায় খাতার পাতায় কেবল কলম ঘষি।
বাইরে ঝরে রসের ধারা- ঘরের ভিতর খরা,
কেমন করে লিখব গো রে বৃষ্টিদিনের ছড়া!