ভয়
🌱 🌱
বীরু
🌱 🌱
আর কত ঘুমাবে.. একটু যাব জাগো,
একটু জায়গা নিজের মানবতা।
সময় মতো জাগতে যদি,
ভাগ্য কি আর এমন হতো।
একটু জায়গা নিজের মানবতা।
সময় মতো জাগতে যদি,
ভাগ্য কি আর এমন হতো।
দুধ কলা দিয়ে করলে বড় সাপ,
কাটলো এবার তোমার মাথা।
দেশ-জাতিকে লোভ দেখিয়ে,
ভাগ করছে জাতিভেদে।
কাটলো এবার তোমার মাথা।
দেশ-জাতিকে লোভ দেখিয়ে,
ভাগ করছে জাতিভেদে।
সিংহাসনের যুদ্ধ তোমার,
মারা পড়বো আমরা কেন?
তোমার দুর্নীতি ঢাকতে গিয়ে,
বন্ধু করছো শত্রুর সাথে।
মারা পড়বো আমরা কেন?
তোমার দুর্নীতি ঢাকতে গিয়ে,
বন্ধু করছো শত্রুর সাথে।
খুব সহজেই শেষ হবে না..
এই রাজনীতির নষ্টা খেলা।
সময় আছে এক হয়ে যাও,
দেশ বাচানোর শক্তি তোমার।
এই রাজনীতির নষ্টা খেলা।
সময় আছে এক হয়ে যাও,
দেশ বাচানোর শক্তি তোমার।
তবেই হবে ভাগ্য বদল..
একটু বোঝো তোমরা সবাই।
খাটবো নাতো ওদের গোলাম,
কিসের ভয় আমার তোমার।
একটু বোঝো তোমরা সবাই।
খাটবো নাতো ওদের গোলাম,
কিসের ভয় আমার তোমার।
আমার দেশ.. আমার গ্রাম,
খুব নাড়ছ মাথা।
খাচ্ছ পেটান..খাচ্ছো তাড়া,
NRC র ভয়ে ভিড় করছো ব্লকপাড়া।
খুব নাড়ছ মাথা।
খাচ্ছ পেটান..খাচ্ছো তাড়া,
NRC র ভয়ে ভিড় করছো ব্লকপাড়া।
নেইকো যাদের দেশের প্রীতি,
ভেঙে দাও তাদের ভীতি।
আবার তোমরা ঘুরে দাঁড়াও,
শেষ করো নোংরা রাজনীতির খেলা।
ভেঙে দাও তাদের ভীতি।
আবার তোমরা ঘুরে দাঁড়াও,
শেষ করো নোংরা রাজনীতির খেলা।