(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিরোনাম- আমি ভারতবাসীর একজন
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱
কলমে- বিশ্বজিৎ মেটে
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
সাধারণ ভাত কাপড়ে দিন চলে আমার,
মৃত্যুর সাথে লড়াই করি রোজ,
সুখের থেকে দুঃখ এসেছে বহুবার….
খুব একটা বড় ডিগ্রি অর্জন করতে পারিনি বলে জীবন যুদ্ধে জয়লাভ করতে পারিনি।
প্রতিনিয়ত ভোরের হালকা আলো মেখে কর্মের জন্য উর্ধমুখী হতে হয়,
বেকারত্বের হাহাকার যন্তনায় ছটফট করি রোজ।
এজন্যই মাঠের মাটি মেখে দিন চলে যায়,
রোজ সন্ধ্যায় গোধূলির ঘন আলোয় ধূলো জড়িয়ে বাড়ি ফিরে আসতে হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যখন কাঁচা রাস্তা ধারে দূর থেকে দূরান্তে হেঁটে যায় তখন প্রকৃতিকে অনেকটা প্রেম দিতে হয়,
সমাজের ফাঁক ফোকর দেখলেই সেই ধর্ষকদের মুন্ডুপাতের জন্য বুক ফুলিয়ে গতি বৃদ্ধি করে থাকি।
যার শরীর থেকে বাঙালির গন্ধ আসে,
যে ভারতমাতার সন্তান,
যার রক্তে শুধু প্রেমিকের রঙ,
সেটাই আমি।
যখন রাস্তার ধারে বৃদ্ধ মানুষটির অনাহারে মৃত্যু হয়,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছোট্টো শিশুটির গোলাপ বেচার পেছনে বিশাল একটা গল্প শুনি,
যখন আমাদের থেকে অল্প খাবার না দিয়ে প্রতিনিয়ত খাবার ডাস্টবিনের ঝোপে ফেলি,
ঠিক তখনই নিজেকে স্বার্থপর ভাবি,
হ্যাঁ এটাই আমি।
কতো বীর সৈনিকের হৃৎপিন্ডের গন্ধে চোখ স্থির রেখে বদলা নিতে চাই,
কার্গিল বলো,
পুলওয়ামার যুদ্ধ বলো,
সবই যুদ্ধের প্রতিশোধের জন্য গর্জে উঠি বারবার,
ভারতমাতার সেবক,
যুদ্ধের জন্য প্রস্তুত,
হ্যাঁ এটাই আমি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});