কাজী নজরুল
বিশ্বজিত মুখার্জ্জী
হে বিদ্রোহীকবি নজরুল চেতনায় তুমি সিংহ শাবক,
চেতনা চাবুকের আঘাতে,আঘাতে বৃটিশরাজে শেখালে সবক।
বৃটিশ শাসকের অবদমনে ডাক দিলে ফরিয়াদে,
ফরিয়াদ হানলো আঘাত বৃটিশের বুনিয়াদে।
কন্ঠে তোমার অগ্নিবানী হৃদয়ে ইন্দ্রের বজ্রবাণ,
শঙ্কিত বৃটিশ তটস্থ হয়ে দেয়নি পরিত্রাণ।
ঔদ্ধত্য কন্ঠ করতে রুদ্ধ বন্দী-কারাগারে,
দাম্ভিকবৃটিশের ধৃষ্টতার জবাব দিলে কাব্যে দেশপ্রেমের হুঙ্কারে।
বৃটিশরাজের নতুন পন্থায় ক’রলো চূর্ণ ভ্রাতৃত্বের অহঙ্কার,
মাত্রা ছাড়ালো অত্যাচারের
বাংলাজাতি হ’ল বৈষ্যমের শিকার।
তুচ্ছজ্ঞানে এড়িয়ে ছিলে ‘জাতের নামে বজ্জাতি,
সংস্কারের ঊর্ধ্বে গড়ে দিলে ভাইয়েভাইয়ে সম্প্রীতি।
আজি পথভ্রষ্ট ভ্রাতৃহন্তারা পেয়েছে রক্তের স্বাদ,
অনিষ্টসাধনে ব্রতী হয়ে,করছে ভারতভূমের সংস্কৃতির বরবাদ।
সাম্যের ধ্বজা করতে কব্জা পুনঃজন্ম লহ ভারত জঠোরে,
ধর্মের বিভাজনে আঘাত হানো,আবার পরশুরামের কুঠারে।