(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); মারা আজ ভীত
মন শুধুই আতঙ্কিত
বিশ্ব আজ কম্পিত
“করোনা”-র কবলিত।
ভীষণ সংকট সময়
সাবধানে থাকা চায়
লকডাউন ভাঙা নয়
এটাই একমাত্র উপায়।
কর্মস্থল থেকে বাড়ি
দিচ্ছে সবাই পাড়ি
বন্ধ সকল গাড়ি
পথের মাঝে ভিড়াভিড়ি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানুষে মানুষে ফারাক
চলার সময় থাক
“করোনা” দুরে যাক
দাও সচেতনের হাক।
আমরা আজ অসহায়
মোরা কর্মহীন সবাই
কিভাবে খাবার জোটায়
বলো বাঁচার উপায়।
গ্রাম -শহর নির্জন
নাহি কোনো গুঞ্জন
শুধু ভয়ের বাতাবরণ
একি অনিশ্চিত জীবন।
নিয়ম হয়েছে জারি
ঘরে থাকা দরকারি
বিপদ তাড়াতে পারি
পরিবার বাঁচুক তারাতারি।
মনে নাথাক ভয়
মোরা করবো জয়
অকারনে পথে নয়
আসবে জয় নিশ্চয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ************