(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওরা স্বার্থপর
🌱 🌱 🌱 🌱
এতদিনি বুঝিলাম ওরা স্বার্থপর
স্বার্থের লোভে সবই পারে ওরা
ভুলে যায় প্রেমের দর !
ওরা লোভী
পূজার লোভে খেলে ওরা প্রেম খেলা
স্বার্থ পুড়ালে পূজারীরে ওরা
হানে শত অবলেলা !
ওরা স্বার্থপর মির্জাফরের জাত
পূজা শেষে পূজারীরে ওরা
সজোরে মারে লাথ !
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওরা লোভী,লোভী ওদের মন
একজন থাকিতে ওরা চাহে অন্যজন !
ওরা বিশ্বাস ঘাতক,ওরা পাষাণ
নীলকণ্ঠ কবির অশ্রু লেখা
ওদেরি দেওয়া দান।
***********************
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});