কবি পরিচিতি:
লিপিকা দত্ত , আসানসোল,একজন বাচিক শিল্পী,ও লেখার প্রতি আগ্রহ। পাশাপাশি পেশায় একজন শিক্ষিকা।
বিদায় ২০, আলিঙ্গনে ২১
কলমে লিপিকা দত্ত
****************
বিদায় দিলাম তোমায় ২০
কটি কথা মাথায় রেখে,
বিপদ আপদ অনেক দিলে
দিলে না থাকতে একটু সুখে।
গুনী সম্মান কত মানুষকে
কেড়ে নিলে অমূল্য প্রান,
মহামারী ছড়িয়ে দিলে
বাঁচার জন্য দিলে না ত্রাণ।
ভালো তোমার ছিল না তো
বছর কি মাসটি জুড়ে,
ভয়, আর্তি,বিষাদ ছাড়া
শান্তি ছিল অনেক দূরে।
নতুন বছর তোমার কাছে
চাওয়ার অঙ্ক অনেক বেশি,
বছর জুড়ে আলোক ছড়াও
বাড়াও প্রানের ঘেঁষাঘেঁষি।
ছোট্ট শিশুর মুখের হাসি
ভরিয়ে তুলুক বিশ্বটাকে,
বুড়ো , কিশোর খুশিতে থাকুক
শত কাজের একটু ফাঁকে।
উন্নয়নের রথের চাকা
আনুক নিয়ে সবার কাজ,
সবাই মিলে বাঁচুক সুখে
করুক সবাই নিজের রাজ।