“বাস্তবতার কাছাকাছি”
✍️-"সূরাজ বনিক"..🌸
আমি সবসময়ের জন্য চেয়েছি প্রকাণ্ড এক বটবৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম নিতে। ঝরে যাওয়া পাতার মর্মর আওয়াজ শুনতে।আমি চেয়েছি একটি বিশ্বস্ত কাঁধ,, একটি শান্তির কোল।
যে কোলে মাথা রেখে মনের সবটুকু অবসাদ তার কোলে শপে দিতে পারবো আমি।
কিন্তু বাস্তবে আমি পেয়েছি খরতাপে পুড়ে যাওয়া একটি ক্লান্ত শরীর..যে শরীর আমার নিজের,,যে শরীর ঝড়-বৃষ্টিতে, রোদে তপ্ত হয়েছে বারবার। কিন্তু কেউই এই শরীরের তপ্ত হওয়ার কারণ বিশ্লেষণ করে দেখতে চাইনি কখনোই কোনোদিন।
যে শরীর মন শত অবহেলা সয়ে গেলেও “ভালোবাসা” দিয়ে আপন করে নিতে চায়নি আমাকে।
বারংবার ক্ষত-বিক্ষত হলেও সে ক্ষতস্থানে প্রলেপ দিতে চাইনি কেউই কোনোদিন..
জীবনে যাকে যত বেশি আপন করতে চেয়েছি কাছের মানুষ হতে গিয়েছি,সেই তত আমাকে বুঝিয়ে গিয়েছে আমি ঠিক যতটা আপন হতে চেয়েছি তার অনেক গুণ পর আমি।
তাদের থেকে অনেক দূরের মানুষ আমি।
আমি যার যতটা কাছের মানুষ হতে চেয়েছি সে বুঝিয়ে দিয়েছে আমি তাদের মন থেকে অনেকখানি দূরেই বসবাস করি।
সবশেষে…
বেলা শেষে এসে উপলব্ধি করেছি কেউ সঙ্গে থাকে না,, বেলা শেষের নিজের ‘আমি’-টা ছাড়া।
সবটা হারিয়ে এই উপলব্ধি করবার পর আমি সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়ে একলা কি করে ভালো থাকতে হয়,, নিজেকে ভালো রাখতে হয় তা শিখেছি।
“অতীতের” ভাবনাগুলোকে কল্পনা ভেবে ভুলে গিয়ে “বর্তমান” সময়ের কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই এখন আমার পথচলা আবার নতুন করেই শুরু করেছি।
সমাপ্ত..🍁