বাবুমশাই
Milan Purkait-
‘
সবিনয় নিবেদন’ তোমাকে,
যদিও, ‘তুমি আর নেই সে তুমি’!
‘বাবুমশাই’, কোনো এক ‘যমুনাবতীর তীরে’,
এক ‘মহা নিমগাছ’ রেখেছিল তোমায় ‘আড়ালে’ ঘিরে!
‘ঝরে পড়ার শব্দ জানে তুমি আমার নষ্ট প্রভু’!
অমর রবে তুমি হৃদমাঝারে, ভুলবো না তোমায় কভু।
তুমি বলেছিলে, ” চুপ করো, শব্দহীন হও ”
সেই তুমিই তোমার কথা রেখে নিঃশব্দে চলে গেলে!
তবু, তোমার তৈরি করা সেই শব্দ-ছন্দের ‘খাল’,
তোমায় বাঁচিয়ে রাখবেই, এই ত্রিতালে চিরকাল।
বুক পেতে বেশ শুয়ে আছো ঘাসের উপরে চক্রাবলে!
যে শহরে ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’!
মিথ্যে কথার সেই শহরেই,
তোমার নতুন ‘পুনর্বাসন’ হোক আজ তবে!