🌾বাইশে শ্রাবন🌾
✍️ড.রঞ্জিত দাস✍️
শ্রাবনের বারিধারা অবিরাম ঝরঝর
সুনীল গগনে সজল মেঘের ভেলা,
শোক বিহ্বল আজি বাংলার মাটি
শো
ক বিহ্বল আজি সুন্দরের খেলা।
বেদনা আর্ত যত কাব্য-কবিতা
বিরহ কাতর যত সুরসঙ্গীতমালা,
আবেগ কম্পিত সৃজনী লেখনী
আহত হিয়া সোহাগ সৃজন ডালা।
শান্তির তপোবনে বিয়োগ যাতনা
গঙ্গার গান কেমন থমকে যায়,
সুখের কুঞ্জে কুঞ্জে আহত অনুরাগ
পদ্মার মাতাল ঢেউ আজ ছন্দ হারায়।
শিলাইদহের স্বপ্নরঙিন কুঠীবাড়ি
সজল আঁখি সেই বিরহী পতিসর,
স্মৃতিভরা কালিগ্রাম আর সাজাদপুর
বিশ্বকবির মহাপ্রয়ানে শোকনিথর।
বক্সীগঞ্জের সেই শুক্রবারের হাট
কুমোরপাড়ার ধীরেচলা গরুর গাড়ী,
নাগর নদীর বিরহী নীরব তালগাছ
আঁকাবাঁকা সেই আমাদের ছোট্ট নদী।
অশ্রুসজল আকুল ব্যাকুল হৃদয়মন
কান্নাভেজা বাদলধারা বাইশে শ্রাবন।