কবিতার নাম: বাংলার রূপ
কলমে:মমিতা অধিকারী
বাংলার রূপ আমাকে মুগ্ধ করে ,
বাংলার প্রকৃতি আমাকে তৃপ্ত করে।
বাংলার সোনালী ধান আমার চোখে সোনা,
তাই তো ধান খেত দেখলেই হোই আনমনা।
বাংলার মাটি যেন রহস্যের গন্ধে ভরা,
বাংলার জল যেন শীতল বরফে গোলা।
বাংলার সোঁদা মাটির গন্ধে মাতি আমি,
বাংলার বাতাস যেন হীরের চেয়েও দামী।
বাংলার প্রকৃতি সবুজে সাজানো রাজকন্যা,
আকাশের রূপ হয় তেমনই অনন্যা।
বাংলায় দেখি আমি সমস্ত জগৎ, তাই তো বাংলার প্রতি নেই কোন ক্রোধ।।