বসন্ত এসেছিল একদিন
মনীষা কর বাগচী
হঠাৎ করে আগুন রঙে ভিজে গেল চৌহদ্দি
বেজে উঠলো বীণা
সেজে উঠলো ডালি
বসন্ত এসেছিল সেদিন…
পেঁজা মেঘের স্পর্শ
পলাশের আহ্বান
চাঁদের আনাগোনা
পালক পালক হাওয়া
নিরাদরে বিষন্ন জোছনা…!
শুধু শুকতারাটি টিমটিম করে জ্বলছে এখনও
বসন্ত যদি আবার আসে ফিরে…!