বরের মায়ের ড্রামা
✍️অঞ্জলি দে নন্দী ©মম✍️
বরের মা।
শুধুই করে
বশে রাখার জন্য, ড্রামা।
ছেলে যেই শ্বশুরবাড়ি যেতে চায়,
ওমনি মা ধমাস করে
অজ্ঞান হয়ে পড়ে যায়।
ছেলে যেই ঘর বন্ধ করে
বউকে নিয়ে শুতে যায়,
ওমনি মা চেঁচায়
ওঃ বড্ড যন্ত্রনা মাথায়!
ওরে ও আমার ছেলে!
একটু টিপে দে না রে,
আমার মাথাটা!
তখন মায়ের ছেলে
বউকে ফেলে
মায়ের মাথা টেপে,
দুতালু দিয়ে চেপে চেপে চেপে…
বউটি একদিন
বের হচ্ছে, বাবার বাড়ি যাবে।
বরও সঙ্গে যাবে।
ওমনি শ্বাশুড়ী অজ্ঞান হয়ে গেল।
মেঝেতে ধপাস করে পড়ে গেল।
আর তার একটু পরে
বউটি উঠলো চেঁচিয়ে-
কাঁকড়া বিছে! বিছে! বিছে!
ব্যাস! হা হা হা!!!…
ওমনি শাশুড়ী উঠে পড়লো,
ধড়ফড় করে।
বলল গর্জে উঠে, সব মিছে?
আমার সঙ্গে এ সব? হ্যাঁ!
বউ কিছু না বলে বেরিয়ে গেল।
শাশুড়ির ড্রামাটা গেল
এক্কেবারে কেঁচিয়ে।
এরপর থেকে আর কোনদিনই
শাশুড়ি অজ্ঞান হয়ে না পড়লো।