বন্দী মুক্ত…
শ্রী বিশ্বনাথ সাহা
ছেলে মেয়ে বন্দী ঘরে
অনলাইনে করে ক্লাস।
শিক্ষালয় ও শিক্ষক ছেড়ে
কাটে বছর কাটে মাস।
অগতির গতি এ যে ভাই
ঘরে বসে থাকে তাই ।
স্কুল কলেজের পরিবেশ আর
শিক্ষকের সান্নিধ্য চায়।
তাঁদের চলা তাঁদের বলা
শিক্ষায় যোগায় অবদান।
সহপাঠী ও পরিবেশ
শিক্ষার সহজ সমাধান।
তাই করোনা বিধি মেনে
খুলছে কলেজ, বিদ্যালয়।
বন্দী দশা মুক্ত সবার
করোনা কে করতে জয়।
স্যানিটাইজার হাতে লাগাও
মাস্ক মুখে, নাহি আর ভয়।
মানতে হবে স্বাস্থ্য বিধি
গুণী জনে বারেক কয়।
জনে জনে থাক দূরত্ব
উঠুক গড়ে বন্ধুত্ত্ব।
মুছে দিক ধরা কষ্ট ক্লেশ
বিকাশ হোক মনুষ্যত্ব।
***********************************