বদলা চাই
বিপ্লব গোস্বামী
দেশের হিতে শক্র হাতে
শহীদ হলো বীর জোওয়ান।
বীরের জাতী বীর লড়াইয়ে
করে গেলো জান বলিদান।
বদলা চাই,বদলা চাই
বদলা চাই এ বলিদানের।
সুদ আসলে বদলা চাই
বীর শহীদের আত্মদানের।
বদলা চাই,বদলা চাই
বদলা চাই সারা দেশ।
অমনি করে আর কত কাল
সৈন্য সইবে দুঃখ ক্লেশ।
বাজাও রণ ভেরী
ধর অস্ত্র সৈন্য দল।
ঝাপিয়ে পড়ো শক্র নাশো
আমরা কেবল চাই বদল।
রণ ঝংকারে ঘন হুংকারে
জেগে উঠো বীর জোওয়ান।
অসুর রাজ্যের অসুর নাশো
করে দাও কবর স্থান।