শিরোনাম –বঙ্গে ফাগুন
কলমে ✒️-আজহারুল হক
ফাগুন এসেছে শিমুল পলাশের আগুন নিয়ে
ফাগুন এসেছে শীতের মুখে ঝামা ঘষে দিয়ে,
আমের মুকুল ঝুলিয়ে তার সোনার বরন চামর,
আশীর্বাদের বাণী শোনায় চঞ্চল কালো ভ্রমর ।
দুয়ারে কে বলছে হেঁকে বসন্ত এসে গেছে
প্রকৃতি বসেছে সাজিয়ে পশরা তুলে নাও বেছে বেছে।
যা কিছু নেবে সবই অমূল্য বছর ভরের বাজার,
বারো মাস পরে আবার আসবে নিয়ে এই সম্ভার ।
হাল্কা শীতের কুয়াশায় মোড়া সবুজের অঞ্জলি
ন্যাড়া নিম গাছ লজ্জায় দোলে মেলে লাল শাখাগুলি।কাঁঠাল পাতার ফাঁক দিয়ে দেখো কাঁটাওয়ালা ফলটারে,
কাঁচাতে সবজি দামী পাতে পড়ে পাকলে সুবাসে ভরে ।
পাকা কুল দেখো পাল্লা দিয়েছে বিদেশী আঙ্গুর সঙ্গে,
আমরা ধন্য জন্ম নিয়েছি ফুল ফল ভরা বঙ্গে ।