প্রবাস মানে-
🌱🌱🌱🌱
ফারুক বিন কফিল-
🌱🌱🌱🌱🌱🌱
প্রবাস মানে দুঃখের নদী
বুকের মাঝে ব্যথা,
প্রবাস মানে ব্যথার ছবি
দিবস-নিশি কথা।
বুকের মাঝে ব্যথা,
প্রবাস মানে ব্যথার ছবি
দিবস-নিশি কথা।
প্রবাস মানে শত ব্যথায়
নিত্য জ্বলে থাকা-
প্রবাস মানে খরা-বর্ষায়
শরীর জিইয়ে রাখা।
নিত্য জ্বলে থাকা-
প্রবাস মানে খরা-বর্ষায়
শরীর জিইয়ে রাখা।
প্রবাস মানে শূণ্য হৃদয়
হাহাকারে ভরা,
প্রবাস মানে হাজার দুঃখে
সুখের ছন্দ গড়া।
হাহাকারে ভরা,
প্রবাস মানে হাজার দুঃখে
সুখের ছন্দ গড়া।
প্রবাস মানে খাঁচায় বন্দী
নীরব পাখির ভাষা-
প্রবাস মানে বুকের মাঝে
স্বপ্ন- সুখের বাসা।
নীরব পাখির ভাষা-
প্রবাস মানে বুকের মাঝে
স্বপ্ন- সুখের বাসা।
প্রবাস মানে শ্রমের দামে
মায়ের হাসি কেনা-
প্রবাস মানে কাঁটার দামে
ফুলের সুবাস চেনা।
মায়ের হাসি কেনা-
প্রবাস মানে কাঁটার দামে
ফুলের সুবাস চেনা।