***** ফাগুন এসেছে দ্বারে *******
ইব্রাহিম সেখ, রাজারামপুর, মুর্শিদাবাদ,(পঃব)
******************************
দুয়ারে বসন্ত এসে ডাক দিয়ে যায়
বিহঙ্গ ব্যাকুল সুরে আহ্বান করে
শীতের কঠিন দ্বার বন্ধ কেন ঘরে!
কুয়াশা হয়েছ দূর, সকাল বেলায়।
কাননে প্রসূন কুঁড়ি সুরভী ছড়ায়
শতশত অলিকুল ফুলে দের পরে
প্রেমের বারতা দেয় গুনগুন স্বরে
আবেশে উতলা ধরা ফাগুন ছোঁয়ায়।
উদাসী চাতক তৃষা জাগে রসনায়
প্রেয়সী ঘুমিয়ে আছো হিমের শহরে!
এসো সখী ভেসে যাই আবির নহরে
সীমাহীন সিন্ধু নীরে দুজনে হারায়।
ফাগুন আগুনে রবি রক্তিম আভায়
প্রাণীকুলে প্রেম দানে ধরণী সাজায়।
রচনাকাল (২ রা চৈত্র ১৪২৮ সাল)